ডা. সাবরিনা_চৌধুরী Sabrina Chowdhury

তিনি কিন্তু কোন সিনেমার নায়িকা কিংবা মডেল না একজন ডাক্তার,,

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ড.#সাবরিনা_চৌধুরী আর তার ল্যাপটপে পাওয়া গেছে প্রায় ১৫ হাজার ভুয়া করোনা রিপোর্ট, তিতুমীর কলেজে তাঁবু বসিয়ে হাজার হাজার স্যাম্পল কালেকশন করেছিলেন, কিন্তু কোন নমুনা পরীক্ষা না করেই নেগেটিভ/পজিটিভ ফলাফল দিয়েছেনে প্রতিনিয়ত,,

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫হাজার ৪৬০ জনকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহ করেছেন,,

এইভাবে হাজার হাজার মানুষের জীবন হুমকির মধ্যে ফেলে সে ও তার স্বামী অবৈধভাবে আয় করা অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন,,

সত্যিই অবাক লাগে, কিছু কিছু ডাক্তার নিজের জীবন বাজি রেখে করোনা রোগীদের সেবা প্রদান করছেন, আবার কিছু ডাক্তার কসাইয়ের মত মানুষের জীবন নিয়ে খেলে যাচ্ছে, সবকিছুর শুরু যতটা আরামদায়ক শেষটা কিন্তু ততটা ভয়ানক, ডাক্তারি পেশার আড়ালে কসাইয়ের মত এরা ব্যবসা করে চলছে,,
এসব কসাইদের খুঁজে বের করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, এদের সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের কেউ আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দেওয়া হোক,,
#সংগৃহীত

Comments

Popular posts from this blog

Dr Sabrina Arif Chowdhury

Dr Sabrina suspended from NICVD